কালিয়াকৈরের আটাবহ ইউনিয়ন আ’লীগের সভাপতি এম. এ আলীমকে স্বপদে পুনঃ বহাল।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. এ আলীমকে স্বপদে পূনঃবহাল করা হয়েছে। উল্লেখ্য ২০২১ইং সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে থাকা অবস্থায় তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করার কারনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রের নির্দেশনা মোতাবেক তাকে সভাপতি পদ থেকে সাময়িক ভাবে অব্যাহতি দেওয়া হয়।
দীর্ঘ দিন যাবত ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে চলছিল আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢিলে ঢালা ভাবে চলমান আটাবহ ইউনয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর জেলা শাখা এবং কালিয়াকৈর উপজেলা শাখা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রের নির্দেশনা মোতাবেক এম. এ আলীমকে আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে পুনঃ বহাল করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম. এ আলীম জানান, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার বিজয় নিশ্চিত করে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, সেই লক্ষ্যে দলের হয়ে কাজ করবো। এছাড়াও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক এমপি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সিকদার মোশারফ, সাংগঠনিক সম্পাদক আকবর আলীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ জানান। এছাড়া কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগসহ সকল অংগসংগঠনের নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানান তিনি।
এম. এ আলীম আরো জানান, আওয়ামী লীগের তৃনমুলের সকল ত্যাগী নেতা কর্মীদেরকে সংগঠিত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়াসহ আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যেই আমি সকলকে সাথে নিয়ে কাজ করে যাবো। অতীতে আমি একজন সফল চেয়ারম্যান হিসেবে জনগনের পাশে থেকে কাজ করেছি। মানুষের সেবায় সব সময় নিয়োজিত ছিলাম। এছাড়াও তিনি আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দসহ ইউনিয়নের সকল অংগসংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।