সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জামজামীতে উঠান বৈঠক।
জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় জামজামী ইউনিয়ন আওয়ামী লীগের একাংশে ৫নং ওয়ার্ড শাখার আয়োজনে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামজামী ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমিসহ দলীয় নেতৃবৃন্দ এসেছে জননেত্রী শেখ হাসিনার অর্ভূতপূর্ব উন্নয়ন আপনাদের সামনে তুলে ধরতে।
এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। তাহলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বকালীনভাতা, শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন সহায়তা দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত সকলকে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন।” উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামজামী ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান রাশেদুজ্জামান রাজিব, আলমডাঙ্গা পৌর যুবলীগের সদস্য আরিফুল ইসলাম, ২ নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, ৭ নং ওয়ার্ড সদস্য মতিয়ার রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামজামী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ আহবায়ক আবু মুছা এসময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।