সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ২৭,অক্টোবর শুক্রবার মানব বন্ধনও প্রতিবাদ সভা।
চট্টগ্রাম চসিক এর দুর্নীতির নিউজ করায় চসিক একজন কর্মচারী ও একজন ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক কর্মকর্তা সাংবাদিক হাসানুর জামান বাবু’কে নিজ বাসায় ঢুকে লাঞ্ছিত করা, প্রাণনাশের হুমকি,ও বাসায় আসবাবপত্র ভাঙ্গাচুরের প্রতিবাদ অনলাইন চট্টগ্রাম মহানগর সাংবাদিক ইউনিটি ফোরাম,চট্টগ্রাম বেসরকারি কর্মজীবী পরিষদ চট্টগ্রাম জেলা, হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ ব্যাচ), থিয়েটার স্লোগান চট্টগ্রাম, চট্টগ্রাম সাংবাদিক ঐক্যজোট,দৈনিক আইবার্তা, সিটিজি ক্রাইম নিউজ,জনপ্রিয় দৈনিক মনিং পোস্ট,দৈনিক জনগণের কথা,বহুল প্রচারিত দৈনিক কাগজ, উদ্যোক্তা পত্রিকা চট্টগ্রাম জেলার সাংবাদিকদের যৌথ উদ্যোগে আগামী ২৮,অক্টোবর- ২৩ শুক্রবার বিকাল তিনটায় চট্টগ্রাম দোস্ত বিল্ডিং চত্বরে এক মানব বন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভার আয়োজন করেছেন।
উক্ত কর্মসূচিতে সবাইকে যথাসময় উপস্থিত থাকার জন্য দৈনিক আইবার্তা চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক জনাব মাহাবুল আলম, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সেক্রেটারি বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক বাবু সত্যজিৎ মজুমদার মানু, চট্টগ্রাম বেসরকারি কর্মজীবী পরিষদ চট্টগ্রাম জেলার জেনারেল সেক্রেটারি জনাব সালাম টিটু,থিয়েটার স্লোগান এর সভাপতি বিশিষ্ট নাট্য পরিচালক মঞ্চাভিনেতা বাবু লালন দাশ বিশেষ ভাবে অনুরোধ করেছেন।
প্রতিবাদ সভাও মানব বন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম বিভাগের প্রধান কমরেড আল কাদেরি জয়।