পূঁজা মন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদানে রেকর্ড করায় আওয়ামীলীগনেতা সংবর্ধিত
মামুনুর রহমান,ঈশ্বরদী,পাবনা : সনাতন ধর্মের চলমান বৃহৎ শারদীয় দূর্গোৎসবে ঈশ্বরদী-আটঘরিয়ার বিয়াল্লিশটি মন্ডপের মধ্যে প্রধান অতিথি হিসেবে সতেরোটি পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান দিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন,পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য সাকিবুর রহমান শরীফ কনক।
সোমবার সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত ঈশ্বরদী মৌবাড়িয়া কেন্দ্রিয় মন্দির,আটঘরিয়া কেন্দ্রিয় মাতৃমন্দির, গোড়রী সার্বজনিন মাতৃমন্দির ও উত্তরচক কেন্দ্রিয় ঠাকুর বাড়ি মন্দিরসহ সতেরোটি মন্দিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। একই সাথে তিনি কেন্দ্রিয় মাতৃমন্দির, গোড়রী সার্বজনিন মাতৃমন্দির ও উত্তরচক কেন্দ্রিয় ঠাকুর বাড়ি মন্দিরসহ বিভিন্ন মন্দিরের উন্নয়ন করে ২০/২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক আসাদুজ্জামান, মেয়র শহিদুল ইসলাম, পূঁজা কমিটির সভাপতি মিলন কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক দূায় চক্রবর্তী, নিখিল কুমার সরকার, সুব্রত কুমার সাহা, সম্ভুনাথ সাহা, প্রণব কুমার চৌধুরী রতন কুমার সাহা, লিটন কুমার সাহা, পফেসর জারেত সাহা, স্বপন কুমার কুন্ডু ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মামুনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সনাতন ধর্মের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে স্মার্ট বাংলাদেশ গড়ায় শেখ হাসিনার নেতৃত্বের বিষয় উল্লেখ করে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। সনাতন ধর্মালম্বীদের এ ধরনের অনুষ্ঠানে আওয়ামীলীগের এই নেতার প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ ও অনুদান প্রদানে আয়োজকরা খুশি হয়ে ব্যাপক প্রশংসা করেন। অনুষ্ঠানে ভালবাসার উদারণ স্বরুপ সাকিবুর রহমান শরীফ কনককে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন। উল্লেখ্য, সাকিবুর রহমান শরীফ কনক করোনা সময়কালিন সময়ে শেখ হাসিনা করোনা চিকিৎসা কেন্দ্র ও অক্সিজেন সেন্টার চালু করে এবং লক্ষাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেও দৃষ্টান্ত স্থাপন করেন।