নওগাঁর মান্দায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ব্রহানী সুলতান মামুদ গামার গণসংযোগ
মোঃ রায়হান আলী নওগাঁ
নওগাঁ ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্রহানী সুলতান মামুদ গামা সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে হাটবাজার পাড়া মহল্লা সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ ব্যাপারে জেলা পরিষদের সদস্য আব্দুল মজিদ মন্ডল বলেন ব্রহানী সুলতান মাহমুদ গামাকে মনোনয়ন দেওয়া হলে শতভাগ জয় নিশ্চত বলে জানান তিনি। এছাড়াও সাবেক ইউপি সদস্য আবুল কাশেম সহ স্থানীয় লিটন,সাইফুল,সায়েম জানান,ত্যাগী, সৎ ও যোগ্য নেতা হিসাবে তার কোন বিকল্প নেই। রাজনীতি করে অনেকে বাড়ী-গাড়ি করেছেন কিন্তু তিনি নিজের সহায় সম্পদ বিক্রি করে দলের জন্য বিলিয়ে দিয়েছেন। এজন্য এমন নেতার সান্নিধ্য সবাই কামনা করছেন। মনোনয়ন প্রত্যাশী এস.এম ব্রহানী সুলতান মাহমুদ গামা বলেন, চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন কারণ রাজনীতি ক্যারিয়ারে আমার কোন দাগ নেই।সারা জীবন দলের জন্য লড়াই সংগ্রাম করে দলকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে আজও মুজিব আদর্শ বুকে ধারণ করে আছি। হাইব্রিড নয় সৎ ও যোগ্য নেতাকে দলের নমিনেশন দেওয়ার জন্য প্রধান মন্ত্রীর নিকট আহ্বান জানান তিনি। ২৪.১০.২৩