আজ শুভ মহানবমী
মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।
আজ মহানবমী। দুর্গাপূজার শেষ পর্বের পূজা শুরু হয়ে গেছে। আজ সন্ধায় শুরু হয়েছে দেবী দুর্গার বন্দনা। মন্ত্রের পাশাপাশি ১০৮ নীলপদ্ম দিয়ে মহানবমীর পূজা করছেন পুরোহিতরা। এছাড়া ১০৮টি বেলপাতা ও ঘি দিয়ে হবে মহানবমীর যজ্ঞ।
সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকেই মহানবমীর পূজা শুরু হয়েছে সিরাজগঞ্জ জেলায়। মূলত আজই পূজার শেষ দিন। মঙ্গলবার বিজয়াদশমীর যাত্রা শেষে বিসর্জন হবে, অশ্রুশিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবী দুর্গাকে।
শাস্ত্র মতে, মহানবমী পূজা সকাল সাড়ে ৭টার মধ্যে শুরু হয়েছে ধামরাইের বিভিন্ন পূজা মন্ডবে। বিহিতপূজার মাধ্যমে শুরু হয়েছে মহানবমী পূজা। এদিকে যেমন ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার, সেই সঙ্গে ১০৮টি বেল পাতা ও ঘি দিয়েও হবে যজ্ঞ। সব শেষে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শেষ হবে মহানবমীর পূজা। আজ সিরাজগঞ্জ জেলা বিভিন্ন পূজা মন্ডব ঘুরে ঘুরে দেখা গেছে দুর্গা মা কে খুশি করতে নানা রুপে নেচে গেয়ে আনন্দে মেতেছে ভক্তরা।