বরিশাল নগরীতে মহাধুমধামে ৪৬টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে
শুক্রবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপি এ উৎসবের আয়োজন শেষ হবে।
এ বছর বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় সর্বমোট ৪৬ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গা উৎসবকে ঘিরে চারদিকে চলছে সাজ সাজ রব। ইতিমধ্যে নগরীর সড়কগুলোতে নির্মান করা হয়েছে তোরণ ও মন্ডপগুলোতে জ্বলছে আলোক সজ্জার বিভিন্ন বাতি।
এ ব্যাপারে বরিশাল নগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, নগরীর প্রতিটি মন্ডপে সাদা পোশাক ও পোশাক পরিহিত নগর পুলিশের সদস্যদের টহল অব্যাহত থাকবে। এছাড়া র্যাব-আনসার বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।
হিন্দু পূরাণ মতে, দুর্গাপূজার সঠিক সময় হলো বসন্তকাল কিন্তু বিপাকে পড়ে রামচন্দ্র, রাজা সুরথ এবং বৈশ্য সমাধি বসন্তকাল পর্যন্ত অপেক্ষা না করে শরতেই দেবিকে অসময়ে জাগ্রত করে পূজা করেন। সেই থেকে অকাল বোধন হওয়া সত্ত্বেও শরত কালে দুর্গাপূজা প্রচলিত হয়ে যায় । বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়ায়) চড়ে কৈলাশ থেকে মর্ত্যালোকে (পৃথিবী) আসবেন। এতে প্রাকৃতিক বিপর্যয়, রোগ শোক হানাহানি মারামারি বাড়বে। অন্যদিকে কৈলাশে (স্বর্গে) বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। যার ফলে জগতে মড়ক ব্যাধি এবং প্রাণহানির মত ঘটনা বাড়বে।
এদিকে বরিশাল নগরীতে চলছে উৎসবের আমেজ। পূজাকে আনন্দমুখর করে তুলতে নগরীতে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।বিভিন্ন মন্ডপ মুখরিত হয়ে উঠেছে ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে ।
জানাযায়,শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হয়েছে। সকাল থেকে চন্ডিপাঠে মুখরিত সকল মন্ডপ এলাকা। মঙ্গলবার দশমী পুজা শুরু হবে সকাল ৬টা ৩০মিনিটে পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হবে সকাল ৯টা ৪৯ মিনিটের মধ্যে। সন্ধ্যায় আরাত্রিকের পর প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপি এ উৎসবের।
বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার ও সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা হিন্দু সম্প্রদায়সহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নগরবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ।