ব্যতিক্রমধর্মী অনূদানের নজির স্হাপন করলেন তৃতীয় লিঙ্গের সভানেত্রী পপি আক্তার
খুলনার পাইকগাছায় সারদীয় দূর্গাপুজা উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় সরল কালীবাড়ী পুজা মন্দির ও পাইকগাছা পৌরসভা কেন্দ্রীয় পুজা মন্দিরে তৃতীয় লিঙ্গের সভানেত্রী মিস পপি আক্তার নিজস্ব তহবিল থেকে দুটি মন্দিরে ২০,০০০/ বিশ হাজার টাকা অনূদান প্রদান করে ব্যতিক্রমধর্মী অনুদানের নজীর স্হাপন করলেন।
সোমরার রাত ৮টায় পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দিরে উক্ত অনুদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী সূরন্জন, এ এস পি নবান্ন, এমপি পত্নী শারমিন আক্তার, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, মহিলা কাউন্সিলর কবিতা রানী দাস সহ বিভিন্ন স্হান থেকে আগত পুজারী ভক্তবৃন্দ।
উল্লেখ্য এমন ব্যতিক্রমধর্মী অনূদানে সাড়া জাগিয়েছে হিন্দুসম্প্রদায় সহ সমগ্র পাইকগাছা পৌরসভায়।
উল্লেখিত বিষয়ে মিস পপি আক্তার বলেন, জাতী ধর্ম বর্ন নির্বিশেষে সকলের ভালোবাসা নিয়ে বাঁচতে চায়। পাশাপাশি আরো বলেন, আমি প্রতি বছর এভাবেই মন্দিরে দিয়ে থাকি এবং মসজিদ মাদ্রাসায়ও সাধ্য মতো অনুদান দেওয়ার চেষ্টা করি।