দুর্গাপূজার বিজয়া দ্শমী কে ঘিরে,পূজা মন্ডপ গুলোতে চলছে সাজ সাজ রব, মহা নবমীতে চলছে যজ্ঞ, আরাধনা ও পূজা অর্চনা।
Spread the love

দুর্গাপূজার বিজয়া দ্শমী কে ঘিরে,পূজা মন্ডপ গুলোতে চলছে সাজ সাজ রব, মহা নবমীতে চলছে যজ্ঞ, আরাধনা ও পূজা অর্চনা।

 

কালিয়াকৈরে ১৩৭টি পূজা মন্ডপে ধুমধাম ও আনন্দ ঘন পরিবেশে উদযাপন হচ্ছে দুর্গাপূজার আরাধনা ও পূজা অর্চনা।বিগত করোনা কালীন সময়ের পরে এবার ই মহাধুমধাম ও সম্পুর্ন নিরাপত্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে পূজার আয়োজন।প্রসাশনের কঠোর নিরাপত্তার কারণে পূজা মন্ডপগুলো হয়ে উঠেছে সার্বজনীন।
এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ, পূজা মন্ডপ গুলোতে পরিদর্শন করে কুশল বিনিময় ও নিরাপত্তার ব্যাপারে রীতিমতো খোঁজ খবর নিচ্ছেন।
সনাতন ধর্মের বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবক কমিটির মাধ্যমে পূজার অনুকুল পরিবেশ বজায় রাখার ব্যবস্থা করেছেন।
পুরুষ ও মহিলা আনসারদের নির্ধারিত মন্ডপে সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে।
কালিয়াকৈর থানা প্রসাশন, সার্বক্ষণিক সি সি ক্যামেরার মাধ্যমে এবং মন্ডপ মনিটরিং এর কাজ সুচারুরুপে পরিচালনা করছেন।
গাজীপুর জেলার সার্কেল এস পি মহোদয় মহা অষ্টমীর রাতে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।সাথে ছিলেন ও সি আকবর আলী খান, এস আই আজিম হোসেন, ওসি তদন্ত সাব্বির হোসেন প্রমুখ।ওসি তদন্ত আবুল বাসার,এস আই আলাউদ্দিন সহ বিভিন্ন কর্মকর্তা ও পুলিশের সদস্য বৃন্দ সারারাত ব্যাপী নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন।
আগামী কাল বিজয়া দশমী উপলক্ষে নবমী রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে প্রশাসনের নজরদারী আরও বেড়েছে।
বেলা ২টায় ভক্ত সেবা সংঘের উদ্দোগে কালিয়াকৈর পৌরসভার ১নং ওয়ার্ডের শিমুলতলী পূজা মন্ডপ পরিদর্শনে আসেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডি আই জি মহোদয় মারুফ হোসেন। তিনি পূজার সার্বিক খোজখবর নেন এবং সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস নিয়ে বলেন, ধর্ম যার যার উৎসব সবার,তার বক্তব্যে সকলের সর্বাংগীন মংগল কামনা করেন। এর আগে তিনি বলিয়াদী এলাকার একটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। ডি আই জি সাহেবের সাথে পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
কালিয়াকৈর থানার ওসি অপারেশন্স জোবায়ের আহমেদ সহ কালিয়াকৈর থানা প্রশাসনের পুলিশ প্রটোকল উপস্থিত ছিলেন। ২৪ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে। ভক্ত সেবা সংঘের উপদেষ্টা, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ, এ প্রতিবেদকের মাধ্যমে সকলকে বিজয়া দশমীর আমন্ত্রন জানিয়েছেন এবং সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন। তবে নবমীর দিনে, দুপর থেকেই বৃষ্টিপাত অব্যাহত থাকায়, পুজা অর্চনা কিছুটা ব্যাঘাত ঘটেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930