সাতগাঁও এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিনামূল্যে কোচিং ও শিক্ষা কার্যক্রম পরিচালনা
ইমদাদুল ইসলাম রনি
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সাতগাঁও সমাজকল্যাণ যুব পরিষদের উদ্যোগে আয়োজিত, শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় বছরের মত ২০২৪ সালে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা করা হয়েছে।
# উক্ত কোচিংটি প্রতি শুক্র ও শনিবার কোচিং সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত পরিচালিত হবে।
# সাতগাঁও, তিরচর, নাজিরপুর, হাসিমপুর, বাতাঘাসী গ্রামের সকল এস এস সি ও দাখিল পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
# উক্ত কোচিং এর শুধুমাত্র গনিত এবং ইংরেজি ক্লাস নেওয়া হবে, বিশেষ প্রয়োজনে অন্য বিষয়ের ক্লাস ও নেওয়া যেতে পারে।
# কোচিং টি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা বিনা ফিতে পরিচালিত হবে।
# যে কোন প্রয়োজনে যোগাযোগের জন্য 01836-670109
সাতগাঁও সমাজকল্যাণ যুব পরিষদের এমন উদ্যোগে পরীক্ষার্থীরা ও এলাকাবাসী অত্যন্ত খুশি এবং আনন্দিত। তারা বলেন-আমরা সাতগাঁও সমাজকল্যাণ যুব পরিষদকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই এবং সর্বদাই ওদের পাশে থেকে সহযোগিতা করতে চাই।
তাদের অনেকের ভাষ্য- প্রত্যেকটি এলাকায় এ ধরনের মহৎ উদ্যোগ নেওয়া উচিত বলে আমরা মনে করি। তাছাড়া সমাজকে সুন্দরভাবে গড়ে তুলার ক্ষেত্রে ও আলোকময় সমাজ হিসেবে গড়ে তুলতে এধরনের সমাজসেবামূলক কাজের কোন বিকল্প নেই।