অ্যালেক্স মানব কল্যাণ যুব সংঘ ও অ্যালেক্স ব্লাড ব্যাংকের বড়বাড়িয়া শাখা উদ্বোধন ও আলোচনা সভা
Spread the love

অ্যালেক্স মানব কল্যাণ যুব সংঘ ও অ্যালেক্স ব্লাড ব্যাংকের বড়বাড়িয়া শাখা উদ্বোধন ও আলোচনা সভা

 

 

আত্ম মানবতার সেবায় নিয়োজিত অ্যালেক্স মানব কল্যাণ যুব সংঘ ও অ্যালেক্স ব্লাড ব্যাংক।অ্যালেক্স পরিবার টি মূলত একটি অরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন। সংগঠন টি ২০২১ সাল থেকে সম্পূর্ন নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।

তারা দেশ ও দেশের মানুষের জন্য কোন স্বার্থ ছাড়া একের পর এক নজীর বিহীন কাজ করে যাচ্ছে মানুষের জন্য।তাদের সেবার মান আরও বিস্তার করতে তারা বিভিন্ন জেলা উপজেলায় কমিটি গঠন করছে এবং তারই ধারাবাহিকতায় এবার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন শাখা উদ্বোধন করেন,এবং ৩মাসের জন্য ২৩সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃসৌরভ শেখ।

১/আহ্বায়ক —–প্লাবন উকিল
১/সিনিয়র সহ-সভাপতি —-বায়জিদ
২/সহ-সভাপতি—-তাইজুল ফকির
৩/সাধারণ সম্পাদক —-নেয়ামুল ইসলাম লিপন
৪/সাংগঠনিক সম্পাদক —-সিদ্দিক শেখ
৫/সহ-সাংগঠনিক সম্পাদক —-নাজমুল ইসলাম
৬/সহ-সাংগঠনিক সম্পাদক —-বিপ্লব
৭/সহ-সাংগঠনিক সম্পাদক —-তানজুর রহমান নিপু
৮/প্রচার সম্পাদক —-তরিকুল ইসলাম
৯/প্রচার সম্পাদক —-শাহরিয়ার মোল্লা
১০/নারী ও শিশু —-রাসেল সেখ
১১/অর্থ সম্পাদক —মামুন উকিল
১২/দপ্তর সম্পাদক —-অনিক উকিল
১৩/ সহ-দপ্তর সম্পাদক —-ইমরান
১৪/ত্রাণ ও দুর্যোগ —-ওসমান ফকির

১৫/নির্বাহী সদস্য—-আবু সবুর
১৬/নির্বাহী সদস্য—সৈকত শাহরিয়ার
১৭/নির্বাহী সদস্য —-রাকিব হোসেন
১৮/নির্বাহী সদস্য —-নুরুল আমিন
১৯নির্বাহী সদস্য —-রাকিবুল ইসলাম
২০/নির্বাহী সদস্য —-শফিকুল ইসলাম ফকির
২১/শাকিল কে -নির্বাহী সদস্য করে এ কমিটি ঘোষণা করা হয়।

এ সময়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা এস,এম মাহাতাবুজ্জান মাহাতাব, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃসৌরভ শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃআব্দুল্লাহ শেখ-বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি বড়বাড়িয়া ইউনিয়ন, মোঃমাহমুদুল হাসান রাজু-সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃআখতারুজ্জামান আখতার-সাংগঠনিক সম্পাদক, মোঃসেকেন্দার শেখ,মোঃহুজাইফা- আহ্বায়ক, গোপালগন্জ জেলা, গোবিন্দ রায়-কোষাধক্ষ সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্য বৃন্দ এবং বড়বাড়িয়া শাখার এক ঝাঁক মানবিক সদস্য,কমিটি ঘোষণা শেষে সদস্যদেরকে আইডি কার্ড পরিধান করানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031