চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন দিলীপ কুমার আগরওয়ালা
Spread the love

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন দিলীপ কুমার আগরওয়ালা

 

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। সন্ধ্যার পর খাসকররা ইউনিয়নের পথসভা ও গণসংযোগ শেষে প্রথমে খাসকররার দুটি মন্ডপ পরিদর্শন করেন। এরপর রাতে সরোজগঞ্জের বোয়ালিয়া মন্ডপ, সরোজগঞ্জ বাজার সংলগ্ন কাছারিপাড়া মন্ডপ ও চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়া পূজামন্ডপ পরিদর্শন করেন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। পরে মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, সবাইকে শারদীয়া শুভেচ্ছা ও প্রীতি জানাই। শারদীয়া দুর্গা উৎসবের মধ্য দিয়ে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ষড়যন্ত্রকারী, রাষ্ট্রবিরোধী, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। কারণ জাতির পিতার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে গেছেন, যার দলিল সেটি হচ্ছে সংবিধান। সংবিধানের ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়, সব ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করবে এ অধিকার সংরক্ষিত আছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের নেতৃত্বে অসভ্য কুলষিত রাজনৈতিক দর্শনের নেতাকর্মীদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত আছে এবং থাকবে। এছাড়া সকল সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ ও একইসাথে স্মার্ট চুয়াডাঙ্গা গড়ে তুলবো। পূজামন্ডপ পরিদর্শনকালে সফর সঙ্গী ছিলেন দেবেন্দ্রনাথ দোবে বাবুলাল, বিশিষ্ট ঠিকাদার ওয়ায়েচ কুরুনি টিটু, বিশিষ্ট ব্যবসায়ী পবিত্র কুমার আগরওয়ালাসহ খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগসহ এর অংগসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031