ধামরাইয়ের বিভিন্ন এলাকায় গান গেয়ে বেড়াচ্ছে রাফিদ ও অভি।
পড়াশোনার পাশাপাশি গান গেয়ে মানুষকে বিনোদন দিয়ে বেড়াচ্ছে ঢাকা পলিটেকনিক্যাল কলেজের দুই শিক্ষার্থী রাফিদ ও অভি,
জীবনের তাগিদে নিজেকে তৈরি করতে বছর খানেক আগেই ঘর ছাড়েন তারা থাকেন কলেজের টক মেসে, তাদের সপ্ন অন্য সবার মত বড় হয়ে মানুষের মত মানুষ হয়ে সমাজের জন্য কাজ করবে, পরিক্ষা শেষ পাশাপাশি বন্ধু বান্ধব বড় ভাই দের নিয়ে বিকেল হলেই গিডার নিয়ে বেরিয়ে পড়ে গানের খুঁজে গান পাগল মানুষের কাছে, মন আনন্দে সুরে সুর মিলে হাড়িয়ে যায় গানের জগতে যদিও গান কারো কাছে থেকে শেখা নয় তবুও পড়াশোনার পাশাপাশি চেষ্টা করে গান কে ভালোবেসে গানের জগতে নিজেকে তারা তুলে ধরতে চাই ভবিষ্যতে তারা যেন আরো এগিয়ে যেতে পারে সেজন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন।
ভিউ: ৮১