এক বছর পূর্তি তে উপলক্ষে নানা মৃখী প্রকল্প ও কার্যক্রম হাতে নিয়েছেন আক্তার হোসেন নিউটন।
মোহাম্মদ হেকমত আলী মন্ডল পঞ্চগড় জেলা প্রতিনিধি।
এক বছর পূর্তি উপলক্ষে নানা মৃখী কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়ন করতে চান,,পঞ্চগড় জেলা পরিষদের দেবীগঞ্জ উপজেলা ৫ নং ওয়ার্ডের সদস্য আক্তার হোসেন ( নিউটন ) তিনি গত ১৭- ১০ – ২০২২ ইং তারিখে টিউবওয়েল মার্কা নিয়ে বিপুল সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন,, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য।
তিনি বিভিন্ন গনমাধ্যম ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের এক বছর পূর্তি উপলক্ষে বলেন যে সকল কাজ হাতে নিয়েছেন সেটি হচ্ছে , মসজিদ,, মন্দির,, উচ্চ মাধ্যমিক ইস্কুল,, মাদ্রাসা,, গরীব অসহায় ইস্কুল ছাত্র-ছাত্রীদের জন্য লেখাপড়া,, প্রতিবন্ধী,, বুদ্ধি প্রতিবন্ধী ,, শ্রবণ প্রতিবন্ধী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বাস্তবায়ন এবং চলমান রয়েছে।।
তিনি আরো বলেন আমি কোনো নেতা নই আর আমি কোনো নেতা হতেও চাইনা আমি যদি সবসময় গরীব দুঃখী অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে চাই,, জনগণ যদি মনে করেন তারাই একদিন আমাকে নেতা বানাবেন,,
তিনি আরো বলেন আমি দীর্ঘ দিন ধরে ও করনা কালীন সময় গরীব দুঃখী অসহায় মানুষের পাশে আছি এবং থাকব।।