শারদীয় দূর্গা পূজার দ্বিতীয় দিন আজ মহাসপ্তমী পুজা চলছে মহা সমারহে
Spread the love

শারদীয় দূর্গা পূজার দ্বিতীয় দিন আজ মহাসপ্তমী পুজা চলছে মহা সমারহে

 

শ্রী নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি খুলনা

 

বোধন ষষ্ঠী পূজা সমাপ্তির পর আজ পঞ্জিকার সময় নির্ঘণ্ট অনুযায়ী ২১ অক্টোবর শনিবার সকাল ৭ টায় পুরোহীতগন প্রস্তুুত শারদীয় দুর্গা পূজায় মৃন্ময়ী মা দেবী দুর্গার নবপত্রিকা স্থাপন সম্পাদনের লক্ষ্যে মন্ত্র পাঠ পুষ্প নিবেদন ঘন্টা বাদ্যি শঙ্খ ধ্বনি বাজিয়ে ধুব ধুনোর আরতী করে মায়ের চক্ষু উন্মোচন এর মাধ্যমে দেবী কে মন্দিরের আসনে আহবান করা হয়েছে।
এ সময় মায়ের ভক্তদের আগমনের মুখরতায় এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়েছে প্রতিটি মন্দির প্রাঙ্গণ। এ সময় প্রত্যকটি ভক্ত মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদনের জন্য ডালা সাজিয়ে নিয়ে এসেছে ফল পুষ্প ও অন্যান্য নৈবেদ্য সামগ্রী।
মায়ের চরণে মহা সপ্তমী পূজার পুষ্পাঞ্জলির মাধ্যমে প্রতিটি ভক্ত মা দেবী দুর্গার নিকট আর্তনাদ জানিয়েছেন পৃথিবীর যত অসুররুপি অপশক্তি আছে তুমি তাদের বিনাশ করো মা। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করো। ভক্ত হৃদয় অবস্থান করো। এবং এই বিশ্বচরা চরের সকল মানুষ এর মনের অশান্তি বিনাশ করে তুমি শান্তির অন্বেষণের সন্ধান দাও। তুমি বিপদ পরিত্রাণী মা তুমি বিপদ থেকে জগতের সকল প্রাণীকূলকে রক্ষা করো।
এই প্রার্থনার মাধ্যমে ভক্তরা মা দেবী দুর্গার শ্রী চরণে মহা সপ্তমী পূজার পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন । এবং অঞ্জলি শেষে উপস্থিত ভক্তদের মাঝে মায়ের প্রসাদ বিতরণ করা হয়।
অপরদিকে সপ্তমী পূজার তাৎপর্য তুলে ধরে বটিয়াঘাটার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের গোন্ধামারি সার্বজনিন দূর্গা মন্দিরের পুরোহিত বিষ্ণুপদ চক্রবর্তী বলেন সপ্তমী পূজার মূল উদ্দেশ্য হল প্রাণ প্রতিষ্ঠা মৃন্ময়ী মূর্তিতে প্রাণে প্রতিষ্ঠিত হলে তিনি চিন্ময় হন।
তাছাড়া প্রাণ আসে কোথা থেকে। একটা প্রদীপ থেকে যখন আরেকটা প্রদীপ জ্বালানো হয় তখন প্রথম প্রদীপটা নিভে যায় না।
আমাদের অন্তরের যে প্রাণের প্রদীপ নিত্য জ্বলছে তা দিয়ে মায়ের মূর্তিকে প্রাণবন্তর করে তুলবো।
এভাবেই যখন বিশ্বব্যাপী প্রাণ সম্পর্কে দ্বিতীয় স্তরে আমরা সচেতন হই তখনই মহাসপ্তমী ঘনীভূত করে মূর্তিতে প্রতিষ্ঠিত দেওয়া হয় এবং মাতৃমূর্তি প্রাণবন্তর হয়ে ওঠেন।
এবং একজন সুচিত্রবান লোক যেমন যেখানে উপস্থিত হন তার প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ে সেই রকম আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা যে ব্যক্তিত্বতা ছড়িয়ে পড়ে অথবা সঠিক যেমন একটা গোলাপ ফুল তার আকর কিন্তু একটা কিন্তু ফুলের গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ে তেমনি বিশ্বমাতা বিশ্ব জননী পূজোর আসরে আছেন তখন তার প্রভাব থাকে ত্রিলোকে এই হল প্রাণ প্রতিষ্ঠা বা সপ্তমী।
এবং বোধনের সময় ত্রিপতি জ্ঞানে প্রতীক বিশ্ব বৃক্ষ থেকে সপ্তমীতে নবপত্রিকার সঞ্চার ঘটে। এই নয় টি গাছ জীবন ধারণের জন্য অত্যন্ত মূল্যবান এবং ঔষধিগুণ বর্তমান এই নবপত্রিকা থেকে ঘটে প্রাণ সঞ্চারিত হয়। এবং সবশেষে মূর্তি প্রতিষ্ঠা দেওয়া হয়।
এভাবে এক অখন্ড চৈতন্য থেকে প্রাণ অন্তরের মেলায় বিল্ব বৃক্ষের তিন পাতায় আবার তিন পাতা থেকে নবপত্রিকা নবপত্রিকা থেকে পুনরায় এক চৈতন্য মিলিত হয়। পরিশেষে বলা যায় সপ্তমী পূজার মূলভাব হলো আনন্দ মা এসেছেন তাই সন্তানেরা আনন্দের জোয়ারে ভেসে যায় আর আনন্দ প্রমাণিত হলে পূজা শুরু হয়।
এদিকে গতকাল প্রথম পুজোর দিনেই নগরীর প্রতিটা পূজা মন্ডপে দর্শনার্থীদের ছিল উপচে পড়া লক্ষণীয় ভিড় ।
পাশাপাশি নগরীর প্রতিটা পুজো মন্ডপ পরিদর্শন করেছেন খুলনা ২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ সালাউদ্দিন জুয়েল এবং খুলনা জেলা পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক।
এ সময় পুলিশ কমিশনার ও সংসদ সদস্য নগরীর প্রতিটা পূজা মন্দিরের পূজা পরিচালনা কমিটির কর্মকর্তাদের সাথে পরিচয়ের মাধ্যমে বলেন শারদীয় দূর্গা উৎসব সার্বজনীন সবাই এই ধর্মীয় অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পারবেন।
কিন্তু কোন দুষ্কৃতকারীরা মনে অপচিন্তা-ভাবনা নিয়ে আনন্দে সামিল হয়ে নাশকতা করার চেষ্টা করলে তাদের কোনক্রমে ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রশাসন মহলের সকল ধরনের কর্মকর্তা সজাগ অবস্থানে রয়েছে।
উৎসব পালনের ক্ষেত্রে প্রশাসন তাদের সর্বোচ্চ ভূমিকায় থাকবেন বলে পুলিশ কমিশনার আশ্বাস দিয়েছেন। এস এফ টিভিভবন বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি,গোন্ধামারি সার্বজনিন পুজা কমমিটির সহ সভাপতি ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি শ্রী নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটার বাজার সার্বজনিন দূর্গামন্দির ও মল্লিকের মোড় সার্বজনিন দূর্গামন্দির এবং কাতিয়ানাংলা সার্বজনিন দূর্গামন্দির সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন এবং সকল মন্দির কমমিটির সভাপতি -সাধারণ সম্পাদক ও ভক্তদের সাথে মত বিনিময় করেন।
আগামীকাল ২২ অক্টোবর রবিবার মহা অষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031