বরিশাল হিজলায় হাজারো শিক্ষকদের ওস্তাদ আব্দুল বাসেদ মাস্টার মারা গেছে
Spread the love

বরিশাল হিজলায় হাজারো শিক্ষকদের ওস্তাদ আব্দুল বাসেদ মাস্টার মারা গেছে

 

 

চরমোনাই মাদ্রাসার প্রধান মুফতী, শাইখুল হাদীস, আব্দুল মান্নান সাহেব হুজুরের বড় ভাই, বরিশাল হিজলার, বড়জালিয়া নির্বাসী, সরকারী সংহতি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাসেদ মাস্টার গতকাল রাত ১০টায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় ইন্তেকাল করেন ৷ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন

মরহুমের জানাযা নামায আজ বিকাল ৩টায় সরকারী সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় ৷

মরহুমের জানাযায় উপস্তিত হয়েছেন, বাংলাদেশ আওয়ামিলীগ ঢাকা দক্ষিনের সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ, বরিশাল মহানগরের সাধারন সম্পাদক, এড. আফজালুল করীম, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনাব এনায়েত হোসন হাওলাদার, ওস্তাজুল আসাতিজা হরিনাথপুর কওমীামাদ্রাসার মোহতামীম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহিম সাহব বড়হুজুর, কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খাঁন, চরমোনাই মাদ্রাসার সকল ওস্তাদ সহ অন্তত চারশত ছাত্র ৷

আরও উপস্তিত হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার নেত্রীবৃন্দ, ও হিজলা উপজেলার আওয়ামিলীগ, বিএন পির নেতাকর্মীরা সহ সকল কওমীয়া, আলিয়া মাদ্রাসা, স্কুল কলেজের শিক্ষক, ও শিক্ষার্থীগন ৷

জানাযায় আগত মুসল্লিদের উদ্দেশ্যে গন্যমান্য ব্যাক্তিবর্গ তাদের বক্তব্যে বলেন আব্দুল বাসেত স্যার অনেক ভালো মানুষ ছিল, সে সারা জিবন মানুষদের ইসলামের পথে দাওয়াত দিয়ে গেছেন ৷ হিজলা সরকারী কলেজের প্রফেসার লোকমান হোসেন বলেন, আমরা হিজলা কলেজে দশজন শিক্ষক আছি, আমরা স্যারের ছাত্র ছিলাম, আমরা অন্যায় করলে আমাদের শাষন করতেন আবার আদরও করতেন, আমাদের থেকে স্যারে প্রতিদিন নামাযের হিসাব নিতো ৷

আগত মুসল্লিদের উদ্দেশ্যে তার পরিবারের পক্ষ্য থেকে তার ছোট ভাই মুফতী আব্দুল মান্নান সাহেব হুজুরে সকলের নিকটে দোয়া চান অন্যায় এবং কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিতে বলেন ৷

জানাযার ইমামতি করেন, চরমোনাই জামিয়ার নাজেম সাহেব, ও চরমোনাই মরহুম পীর সাহেব হুজুরর খলিফা মাওলানা আব্দুল কাদের সাহেব ৷

সর্বশেষ খবর

বরিশাল হিজলায় হাজারো শিক্ষকদের ওস্তাদ আব্দুল বাসেদ মাস্টার মারা গেছে

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031