ভালুকায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে ২০টি বসতঘর পুড়ে ছাঁই।
ময়মনসিংহের ভালুকার আগুন লেগে ২০টি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। শনিবার সকালে উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় জবান আলীর বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের স্টেশন লিডার জসীম উদ্দিন জানান, খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বাসার মালিক জবান আলীর দাবী তার ২০টি বসতঘর পুড়ে আনুমানিক এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
ভিউ: ৭৩