সারাদেশের পুজা মন্ডব গুলোতে মোতায়েন করা হয়েছে ভিডিপি সদস্য
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৮৪৫ টি পূজা মন্ডপে ২ লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প- প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার প্রয়োজনীয় বিফ্রিং, ট্রেনিং ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষে গত শুক্রবার থেকে সারাদেশের পূজামন্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে ৭ হাজার ৭৯৬টি মন্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ ধরনের পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।
এছাড়া ১১ হাজার ৫৯৯ টি গুরুত্তপূর্ণ ও ১৩ হাজার ৪৫০ টি সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।