খুলনার খালিশপুরে খ ফিলিস্তিনের উপর ইজরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে খালিশপুর থানা ইমাম পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
খুলনা নগরীর খালিশপুর পিপুলস মোড়ে,ফিলিস্তিনের উপর ইজরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে,২০ অক্টোবর দুপুর তিনটায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, বিক্ষোভ সমাবেশে খালিশপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলিম সাধারণ জনগণ এই বিক্ষোভ মিছিলে অংশ নেন এর কারণে এই বিক্ষোভ সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়,
এ সময় উপস্থিত ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন তারা তাদের বক্তব্যের মাধ্যমে ইজরায়েলের পণ্য বয়কট করার আহ্বান জানান ও ফিলিস্তিনদের উপর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামীকাল এ বিষয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তে খুশি সারাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলিম, এই বিশাল জনসমাগম ও জনসমুদ্রের মধ্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানেরা জানান দিতে চেয়েছেন যে বিশ্বের মুসলিম জাতি এক আছে ও তারা তাদের ঈমানি দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেদের জীবনকেও তুচ্ছ মনে করেন, উক্ত বিক্ষোভ সমাবেশে জননেত্রী শেখ হাসিনার এই মহান উদ্যোগের প্রশংসা করা হয়েছে ও তার শারীরিক সুস্থতা ও নেক হায়াত কামনা করে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই সমাবেশর সমাপ্তি করা হয়।