জাউয়াবাজারে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
Spread the love

জাউয়াবাজারে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

 

সুনামগঞ্জ ছাতকের জাউয়াবাজারে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা উপজেলার জাউয়া বাজার মসজিদের প্রাঙ্গণ থেকে ইউনিয়ন খেলাফত মজলিসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস জাউয়া বাজার ইউপির সভাপতি মো: জহিরুল ইসলাম, পরিচালনা করেন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম,প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন আতিক, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, সিলেট জালালাবাদ থানার সভাপতি ও জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো: আসাদুর রহমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা সহ সভাপতি মাওলানা আমজদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাওলানা জুনাইদ আহমদ।
উপস্তিত ছিলেন খেলাফত মজলিস ছাতক উপজেলা প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মো: এহিয়া খান মাহবুব, যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক মুফতি আব্দুর রব, যুব মজলিস ছাতক উপজেলা আহবায়ক হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান, ছাতক উপজেলা জমিয়তে উলামার প্রচার সম্পাদক মাওলানা আলী আহমদ, যুব জমিয়ত ছাতক উপজেলা সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল,মাও আইন উদ্দিন, খেলাফত মজলিস চরমহল্লা ইউনিয়ন শাখার সভাপতি ক্বারী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজ হারুন, ছত্র মজলিস ছাতক উপজেলা দক্ষিণের সভাপতি মো: তাজিদুল ইসলাম,মিজাজ খা, মাও আলী আকরাম, মাও মনিরুজ্জামান, মাও নাঈমুল হক আখলিছ, মাও ইয়াহইয়া মাহমুদ রাজু, আলী সুজন, সাইদুল হক রুকন, মিনহাজ মাহমুদ, হাফিজ ওলি উল্লাহ, মাওলানা শিব্বির আহমদ, মইনুর রশিদ, মাস্টার আনোয়ার, জাকির হোসেন, তাজুল ইসলাম সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গাজায় হাসপাতালে ইসরায়লী হামলার নিন্দা জানান এবং অতিবিলম্বে ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করার জন্য আহবান জানান।
উপজেলা সহ সভাপতি মাওলানা মুফাজ্জল আলীর মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728