সাংবাদিক সালাউদ্দিন সৈকতের মৃ*ত্যুতে কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের শোক।
গাজীপুরের কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের নির্বাহী সদস্য-১ ও এটিএম টাইমস এর কালিয়াকৈর প্রতিনিধি সালাউদ্দিন সৈকতের মৃত্যুত গভীর শোক প্রকাশ করেছেন কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুরারোগ্য ব্যধিতে অক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইনাল্লিাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। শুক্রবার সকালে উপজেলার সফিপুর এলাকায় মরহুমের জানাজা শেষে মৃতদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যায় স্বজনরা। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তার অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক সালাউদ্দিন সৈকতের আত্মার মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সদস্যরা। এছাড়াও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান সহকর্মীরা।
ভিউ: ৮৫