বরিশাল হিজলায় পুরাতন হিজলা বাজারে ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
হিজলা উপজেলা প্রতিনিধি
মোঃ জাহিদ হোসেন
বরিশালের হিজলায় পুরাতন হিজলা বাজারে ইসরাইলকৃর্তক স্বাধীনতাকামী ফিলিস্তিনেদের পর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে মুসল্লীরা। ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার আছর নামাজ বাদ উপজেলার পুরাতন হিজলা বন্দর বটতলা থেকে ০৯ নং ইউ পি সদস্য মোঃ জুয়েল রাড়ী,র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দরের সড়ক প্রদক্ষিণ থেকে তুলাতলা জামে মসজিদ এর সামনে এক সমাবেশেবক্তব্য রাখেন নেতৃবন্দ। বক্তরা ফিলিস্তিনিদের পক্ষে বিবৃতি প্রধান ও নৌবাহিনী প্রেরণ উদ্যোগকে স্বাগত জানান এবং ফিলিস্তিনিদের আর্থিক সহযোগিতা প্রেরণের আহবান জানিয়ে বলেন প্রয়োজনে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল খুললে বাংলাদেশের জনগন ত্রান দিতে প্রস্তুত বলে জানান বক্তারা। যুদ্ধবন্ধে অবিলম্বে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। ইসরাইলের হামলা বন্ধ না হলে সমগ্র বিশ্বথেকে মুসলমানেরা ফিলিস্তিনে গিয়ে ইসরাইলের হামলার চরম জবাব দিবে।