গাড়ি চালিয়ে মুম্বাই হতে পুনেতে ফেরার পথে রোহিত শর্মার নামে অনলাইনে জরিমানা কাটা হয় তিনবার।
আজ ১৯ শে অক্টোবর (বৃহস্পতিবার) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সংবাদ অনুযায়ী, গাড়ি চালিয়ে মুম্বাই হতে পুনেতে ফেরার পথে রোহিত শর্মার নামে অনলাইনে জরিমানা কাটা হয় তিনবার। কত টাকা জরিমানা করা হয়েছে তাকে, সে ব্যাপারে জানা যায়নি।
নিজের ল্যাম্বরগিনিতে চড়ে মুম্বাই হতে পুনে এক্সপ্রেসওয়েতে রীতিমতো গতির ঝড় তোলেন রোহিত। তার গাড়ির গতি ছিল ঘন্টায় ২১৫ কিলোমিটার সর্বোচ্চ। জানিয়ে শঙ্কিত পুনের ট্রাফিক পুলিশ।
ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, টিম বাসে যাওয়া উচিত ছিল রোহিতের। তার মত একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের এমন বেপরোয়া ভাবে গাড়ি চালানো মোটেও ঠিক নয়। নিজের ও পরিবারের কথা ভাবা উচিত ছিল। তারা ভিআইপি ব্যক্তিত্ব হয়ে যদি নিয়ম না মানে তাহলে সেটা আসলেই অত্যন্ত দুঃখজনক। এর আগে রিশাভ পান্ত এমনই এক কারনে মারাত্মক দুর্ঘটনার শিকার হন। তার ক্যারিয়ার বর্তমানে হুমকির মুখে। যদিও এ বিষয়ে রোহিত শর্মার কোন মন্তব্য পাওয়া যায়নি ।