বটিয়াঘাটায় শেখ রাসেল দিবস” উদযাপন
নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা (খুলনা)প্রতিনিধি
বটিয়াঘাটা ২ নং সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও “শেখ রাসেল দিবস” ২০২৩ উদযাপন করা হয়েছে।
এ উপলেক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়াফাহফিল,আলোচনা সভার আয়োজন করে উপজেলার ২ নং ইউনিয়ন পরিষদ
বুধবার (১৮ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২ নং বটিয়াঘাটা সদর ইউনিয়নের
চেয়ারম্যান দাকোপ -বটিয়াঘাটা খুলনা-১ আসনের এ ম পি জাতীয় সংসদের হুইপ তনয় -পল্লব বিশ্বাস রিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিবেকানন্দ বিশ্বাস, রমা মন্ডল, নিখিলেষ গাইন, লিপিকা রাণী জোদ্দার,পপি তরফদার, কিংকর রায়, পবিত্র ও ওবায়দুল হক প্রমূখ।
ভিউ: ৫৫