মাত্র আর কয়েক ঘন্টা এর পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা।
তাই শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রতিমার রং এবং মন্দির সাজানোর কাজে ব্যস্থ নীলফামারীর প্রতিমা তৈরির কারিগর এবং ডেকোরেশনের কারিগররা । দিন রাত ঘাম ঝরানো পরিশ্রম করে তুলির সাহায্যে লাগানো হচ্ছে দূর্গা মায়ের গায়ে রং বিভিন্ন ডিজাইন ও কারুকার্য্য দিয়ে তৈরি করা ডেকোরেশন কাপড় দিয়ে সাজানো হচ্ছে এসব মন্দির এক একটি মন্দির সাজানো হচ্ছে এক এক এক রকমের ডিজাইনে
ডিজাইনের উপর ভিত্তি করে মুজুরি নিচ্ছেন প্রতিমা তৈরির কারিগর এবং ডেকোরেশন মালিকেরা
কয়েকটি মন্দির ঘুরে দেখা যায় এবছর নীলফামারীর সবচেয়ে বড় পুজা উদযাপিত হচ্ছে জেলার ডিমলা উপজেলার কেয়ার বাজার বড় রামডাংগা মাঝি পাড়ায়, পচারহাট, দাউদ, এবং টেপুর ডাংগা এলাকায় এসব মন্দিরে এবার পর্দশিত হবে ইলেকট্রনিক ডিভাইস এর সাহায্যে মহালয়া অনুষ্ঠান।
এবিষয়ে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায় বাদলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে তিনি বলেন এবছর নীলফামারীতে উদযাপিত হতে যাওয়া দূর্গা পূজার মন্দিরের সংখ্যা ৯০১ টি যা গত বছর ছিল ৮৮০ টি এবং গতবারের চেয়ে এবার ২১ টি পূজা মন্দির বৃদ্ধি পেয়েছে এবং নিরাপত্তা ব্যবস্হা ও কঠোর করা হয়েছে
এদিকে নীলফামারী জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ গোলাম সবুর বলেন শারদীয় দূর্গা পূজার উৎসব কে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্তক্য রাখা হয়েছে।