হিজলায় মা ইলিশ রক্ষা অভিযান ২৫ জনকে গ্রেপ্তার
১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর ২০২৩ (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে ১৮/১০/২৩ খ্রি. তারিখে
মেঘনা নদীতে উপজেলা টাস্কফোর্স কমিটি অভিযান পরিচালনা করে।
এতে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব এম এম পারভেজ। এছাড়া অভিযানে ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব শামীম আফ্রিদি। হিজলা থানার আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উপজেলা টাস্কফোর্স কমিটি এই অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ আহরণ করার সময় ২৫ জেলেকে হাতেনাতে আটক করা হয়। তাদেরকে মোবাইল কোর্টে সোপর্দ করা হয়েছে। মোবাইল কোর্ট আটককৃতদের ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুদীপ্ত কুমার সিংহ।
ভিউ: ১৪২