ফিলিস্তিনের গাজায় নিহতদের স্মরণে আগামী শনিবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফিলিস্তিনের গাজায় নিহতদের স্মরণে আগামী শনিবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ১৯ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবন থেকে ভার্চ্যুয়ালি ১৫০টি সেতুসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
এ ছাড়া আগামীকাল শুক্রবার দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজের পর দোয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে শুধু মসজিদেই নয়, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকেও আহ্বান জানিয়েছেন প্রার্থনা করার জন্য।
ভিউ: ১১৮