কাউখালী উপজেলায় প্রচার প্রচারণায় ব্যবহারিত ব্যানার,ফেস্টুন এবং স্বাগত গেটে লাগানো ছবি কেটে বিকৃতি
পিরোজপুর -২ আসন পিরোজপুর উপজেলার ভান্ডারিয়া, কাউখালী,স্বরূপকাঠি থেকে নৌকা প্রত্যাশী জনাব মহিউদ্দিন মহারাজের সমর্থিত, কাউখালী উপজেলায় প্রচার প্রচারণায় ব্যবহারিত ব্যানার,ফেস্টুন এবং স্বাগত গেটে লাগানো ছবি কেটে বিকৃতি সহ রাস্তার পাশে পরে থাকতে দেখা যায়।
এ ছাড়াও জনাব ইসহাক আলী খান পান্না সহ সাজ্জাদ সাকিব বাদশার প্রচারিত ছবি কাটার প্রমাণ পাওয়া যায়। রাজনৈতিক মহলে এসব প্রতিহিংসা মূলক ঘৃণিত কার্যক্রমে নিন্দা প্রকাশ করিলেও জনমনে আতঙ্ক বিরাজ করিতেছে। রাতের আঁধারে কে বা কাহারা এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে তাহার কোন প্রমাণ মিলেনি, আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানিয়েছেন।
ভিউ: ৭৫