সিরাজগঞ্জে অবৈধ ভাবে জায়গা দখলের অভিযোগ এসেছে রইচ উদ্দিন এর নামে
মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা পোতাজিয়া ইউনিয়নে ক্ষমতার বলে অবৈধ ভাবে জায়গা দখলের অভিযোগ এসেছে রইচ উদ্দিন এর নামে, তার এত অপর শক্তির উৎস কোথায় এ বিষয়ে ভুক্তভোগী মো: শওকত আলী ও মোঃ শামছুল আলী জানায় গত ১৭/১০/২০২৩ ইং তারিখে আনুমানিক রাত বারোটা দিকে আতংকা আমার বাড়ির উপর হামলা করে তৎকালীন আমি বুঝতে না পেলে বাড়ি থুয়ে পালিয়ে যাই। এই বিষয়ে ভুক্তভোগী তৎকালীন ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ও ঊর্ধ্বততম কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব সমাধান করা হোক।
ভিউ: ৬৩