নানা কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেলের জন্মদিন পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা। প্রথমে সকাল সাড়ে দশটায় চুয়াডাঙ্গা শহরের পুরাতন ঝিনাইদাহ বাসস্টান্ডে অবস্থিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান জেবুন্নেছা স্কুলে কেক কাটা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন দিলীপ কুমার আগরওয়ালা। এরপর দুপুরে চুয়াডাঙ্গা পান্না সিনেমা হল চত্বরে রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে কেক কাটেন ও শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা সভা করেন। এরপর দুপুর আড়াইটা চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমির শিক্ষার্থীদের সাথে পান্না সিনেমা হল চত্বরে কেক কাটেন এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কে র্যালি করেন দিলীপ কুমার আগরওয়ালা। পরে শিক্ষার্থীদের নিয়ে নান্টুরাজ সিনেমা হলে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহুল কাঙিক্ষত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখেন। শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে দিলীপ কুমার আগরওয়ালার আয়োজনে কর্মসূচিগুলো পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলু। এসময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ভাংবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল হাসান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মতিন দুদু, চুয়াডাঙ্গা পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, সাবেক ছাত্রলীগ নেতা পবিত্র কুমার আগরওয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন।এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
- Abdulla Haq
- ১২:৫৯ অপরাহ্ণ
- অক্টোবর ১৮, ২০২৩
ভিউ: ৯৩
চুয়াডাঙ্গায় শেখ রাসেলের জন্মবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করলেন দিলীপ কুমার আগরওয়ালা
সর্বশেষ খবর
গাইবান্ধা গোবিন্দগঞ্জ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জানুয়ারি ২০, ২০২৫
আলমডাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন
জানুয়ারি ২০, ২০২৫
আলমডাঙ্গার ১০ জন শিক্ষার্থী এ বছরের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
জানুয়ারি ২০, ২০২৫
আলমডাঙ্গায় দিনে দুপুরে অভিনব কায়দায় চুরি
জানুয়ারি ১৯, ২০২৫
আলমডাঙ্গায় বাউল সাধক আলাউদ্দিন সাধু আর নেই
জানুয়ারি ১৯, ২০২৫
ডুমুরিয়ার চুকনগরে জামায়াতে ইসলামীর পুরুষ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত
জানুয়ারি ১৯, ২০২৫
আগামীকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ
জানুয়ারি ১৯, ২০২৫
ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ।
জানুয়ারি ১৯, ২০২৫