ভোলায় যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর জন্মদিন এবং শেখ রাসেল দিবস-২০২৩। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন, ভোলা কর্তৃক বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সকাল ৯.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসটির কার্যক্রম সূচনা করেন মান্যবর জেলা প্রশাসক জনাব আরিফুজ্জামান।
এরপর জেলার বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
পরবর্তীতে দিবসটিকে কেন্দ্র করে গার্ল গাইডস এর সুসজ্জিত বাদক দলের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মান্যবর জেলা প্রশাসক জনাব আরিফুজ্জামান মহোদয়ের সভাপতিত্বে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব রিপন চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান, ভোলা সদর উপজেলা পরিষদ জনাব মোহাম্মদ ইউনুছ, উপজেলা নির্বাহী অফিসার, ভোলা সদর জনাব মোঃ তৌহিদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে বিটিভি-তে সরাসরি সম্প্রচারিত কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠান উপভোগ করা হয়।