আসন্ন দুর্গা পুজোকে কেন্দ্র করে নতুন সাজে সেজে উঠেছে খুলনা শহর।
শিল্প নগরী খুলনা বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মের মানুষ এ নগরী তে বাস করেন, হিন্দু ধর্মালম্বীদের কাছে তাদের সব থেকে বড় ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হল দুর্গাপূজা, আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে খুলনা শহর সেজেছে নতুন এক সাজে,
খুলনা শহরে মোট ছোট বড় ১৫ টিরও বেশি দুর্গাপূজা মণ্ডপ রয়েছে, যেখানে দুর্গাপূজার সময় ভিড় জমান হাজার হাজার হিন্দু ধর্মালম্বী মানুষ, এর সাথে ভিন্ন ধর্মীয় মানুষরাও তাদের এই উৎসব উপভোগ করতে যান, দূর্গা পূজা কে কেন্দ্র করে নগরীর নিরাপত্তা ও জোরদার করা হয়েছে, যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবেন, নগরী শিববাড়ি মোড়, ধর্মসভা রোড, বিএল কলেজ, বড়বাজার কালিবাড়ি সহ নগরীর সকল মণ্ডপ ও মন্ডপের আশেপাশের এলাকা,সাজিয়ে তোলা হয়েছে,
এ সাজ যেন গোটা নগরীকে এক নতুন রূপে রূপান্তরিত করেছে।
এর সাথে থেমে নেই প্রতিমা কারিগর রাও, প্রত্যেকে যেন তাদের কারিগরি দক্ষতায় ফুটিয়ে তুলছেন মূর্তিগুলোকে, তাদের হাতের কাজের নৈপুণ্যতায় যেন প্রান ফিরে পাচ্ছে মূর্তিগুলো।
দুর্গাপুজোকে কেন্দ্র করে ভিড় বেড়েছে পোশাকের দোকানগুলোতে,নগরীতে বয়ে বেড়াচ্ছে এক উৎসবের আমেজ।