ছাতকে সিএনজি, লেগুনা চালক কর্তৃক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জের ছাতকে বড়কাপন পয়েন্টের সিএনজি, লেগুনা চালক কর্তৃক নির্যাতন সহ নানান অভিযোগ ওঠেছে।কপলা পয়েন্ট থেকে জাউয়া বাজার পর্যন্ত যাতায়াতে মধ্যেখানে বড়কাপন পয়েন্ট সিএনজি ও লেগুনা ড্রাইভার কর্তৃক ব্যবসায়ীদের গাড়ি হতে চাঁদাবাজি ও যাত্রীদের বাধাদানের প্রতিবাদে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় কপলা বাজারে মানববন্ধন করা হয়।।
গাড়ির চালক কর্তৃক বার বার মারপিট করার কারণে ১২ অক্টোবর তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়।দোয়ারা বাজার উপজেলার আংশিক, চরমহল্লা ইউনিয়নের আংশিক ও জাউয়া বাজার ইউনিয়নের আংশিক সহ এগারো গ্রামের সাধারণ মানুষ কপলা পয়েন্ট থেকে জাউয়া বাজার যাতায়াত করে। এ অঞ্চলের অনেক শিক্ষার্থী জাউয়া বাজার কলেজে পড়ালেখা করে। কিন্তু পরিতাপের বিষয় বড়কাপন পয়েন্টে সিএনজি ও লেগুনা গাড়ির চালকরা জোর করে ঐখানে ষ্ট্যান্ড বানিয়ে যাত্রী নামানোর ফলে বিড়ম্বনার শিকার হতে হয় এবং শিক্ষার্থীরা সময়মতো কলেজে পৌঁছাতে পারে না। ইদানিং কপলা বাজারে ব্যবসায়ীদের মাল এই রাস্তা দিয়ে আসতে তাহারা বাধা দেয় এবং গাড়ি থেকে চাঁদা আদায় করে। উক্ত কর্মকান্ডের সাথে সিএনজি চালক ১। কফিল উদ্দিন, পিতা- আলতাব আলী ২। আলী, পিতা- অজ্ঞাত ৩। শামীম আহমদ, পিতা- রহিম আলী ৪। শেলু মিয়া, পিতা- অজ্ঞাত ৫। নাসির মিয়া, পিতা বিরাই মিয়া, ৬। মঈনুল হক, পিতা- রহমত আলী ৭। মরছফ আলী, পিতা- মহব্বত আলী, সর্ব সাং-বড়কাপন গং।
অত্র এলাকার জনসাধারণ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের হয়রানি ও বিড়ম্বনা বিবেচনা করে যাহাতে এলাকাবাসী কপলা পয়েন্ট থেকে সরাসরি জাউয়া বাজারে সহজে যেতে পারে তার একটা ব্যবস্থা করা হউক।