ফকিরহাটের রোহান এর কচুয়ায় রহস্যজনক মৃ*ত্যু।
ফকিরহাটের রোহান নামের একটি ছেলে বাগেরহাটের কচুয়ায় একটি মেয়ের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার একপর্যায়ে গতকাল ১৫/১০/২০২৩ তাং রবিবার সন্ধ্যায় কচুয়ায় মেয়ের বাড়িতে যায়। এরপর সকাল বেলায় মেয়ের বাড়ি সীমানায় একটি জি এল (কচা) গাছে ছেলেটির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ও মেয়ের পরিবার কচুয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে থানা পুলিশ জানায় উক্ত মেয়ে এবং তার পরিবারের কাছে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলে রোহান ছেলেটি বাড়ি ফকিরহাট, এর বাইরে তারা কিছু জানেনা। মেয়েটি আরো বলে ছেলেটি দীর্ঘদিন যাব তাকে ফোনে ডিস্টার্ব করত এর ওই ধারাবাহিকতায় গতকাল আমাদের বাড়িতে আসে এবং বিয়ের প্রস্তাব দেয় মেয়েটি তখন সে প্রস্তাব প্রত্যাখ্যান করে আমি ঘরে চলে আসি। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির সীমানায় একটি জি এল (কচা) গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে আমরা থানা পুলিশকে জানায়।এই মৃত্যুকে ঘিরে এলাকায় একটি রহস্য দানা বেধেছে। ফকিরহাটের এই রোহান ছেলেটি কে ঠিকানা না পাওয়ায় পুলিশ পড়েছে বিপাকে ফকিরহাটের কেউ যদি গতকাল থেকে পাওয়া যাচ্ছে না এই রোহান নামে কোন ছেলে তাহলে বাগেরহাটের কচুয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।