সেনবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ ঘর পুড়ে ছাই—
Spread the love

সেনবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ ঘর পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি মো: ইসমাইল 

নোয়াখালীর সেনবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ওমান প্রবাসীর বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড়চারি গাঁও গ্রামের কাজীমুদ্দিনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছেন।–

ওমান প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে ইয়াসমিন আক্তার বলেন, মঙ্গলবার সকালের দিকে আমার ছোট বোন মাদরাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তখন তার জন্য মা নাস্তা বানাতে যায়। গ্যাসের পাইপের সমস্যা থাকায় পার্শ্ববর্তী এক মিস্ত্রীকে ডেকে আনেন মা। মিস্ত্রি গ্যাসের পাইপের মুখে নতুন রেগুলেটর লাগিয়ে চুলার সুইচ চালু করলে আসস্মিক আগুন লেগে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে একে একে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে আমাদের এক সিমটি লবণ, এক টুকরা কাপড়ও নেই। মুহূর্তেই নিঃস্ব হয়ে গেছে আমাদের পরিবার।—

সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বাপ্পী হোসাইন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।—

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগী পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031