আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জরুরি বৈঠক।
গাজায় ফিলিস্তিনিদের উপর সকল রীতিনীতি উপেক্ষা করে ইসরাইল যে নৃশংস গণহত্যা চালাচ্ছে তার তীব্র নিন্দা এবং ইসরায়েলের প্রতি অবিলম্বে এই হামলা বন্ধের আহ্বান করা হয় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে।
গত শনিবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ১৪/২০/২০২৩ ইং তারিখে ঢাকায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশের ঐতিহ্যবাহী জাতীয় পত্রিকা দৈনিক চৌকসের সম্পাদক ও প্রকাশক এস এম নজরুল ইসলাম।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব জনাব দেওয়ান ওমর ফারুক ও যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহা: একরাম উল্লাহ,পরিচালক মোঃ কলিম,পরিচালক মোঃ হাফিজুর রহমান । উক্ত বৈঠকে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এরমধ্যে গাজায় ফিলিস্তিনিদের উপর সকল রীতিনীতি উপেক্ষা করে ইসরাইল যে নৃশংস গণহত্যা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানানো হয় এবং ইসরায়েলের প্রতি অবিলম্বে এই হামলা বন্ধের আহ্বান করা হয়। এছাড়া গাজা ভূখণ্ডের প্রতি চলমান ইসরাইলের ১৬ বছরের অমানবিক ও অবৈধ অবরোধও তুলে নেওয়ারও আহ্বান করা হয়। গজায় দ্রুত মানবিক সহায়তা শুরু করা ও একটি পূর্ণ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পৃথিবীর সকল রাষ্ট্রের প্রতি সর্বাত্মক প্রচেষ্টারও আহ্বান জানানো হয়।