ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
১৬ ই অক্টোবর সোমবার সকাল ১১ ঘটিকায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভিন্ন বর্ষের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উক্ত বিক্ষোভ মিছিলটি নগরীর ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে শুরু করে নগরীর সদর রোড প্রদক্ষিন করে ক্যাম্পাসের জিরো পয়েন্টে এসে শেষ হয়।
উক্ত মিছিলে তারা তাদের বক্তব্যে বলেন ইসরাইলরা ফিলিস্তিনের ভূখণ্ডে অবৈধভাবে দখল নিয়ে দীর্ঘ ৭৫ বছর যাবত বসবাস করছে এবং ফিলিস্তিনি সাধারন মানুষের উপরে জুলুম নির্যাতন করছে সাম্প্রতিক ৬ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী (হামাস) ইসরাইলের আগ্রাসনেন বিরুদ্ধে প্রতিবাদ করে পালটা হামলা চালায়।এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা আরো বলেন, আমরা চাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক এবং ইসরাইলকে অনতিবিলম্বে অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক।
উক্ত বিক্ষোভ মিছিলে ইসরাইলের সকল পন্য মুসলিদের বয়কট করার আহবান জানান হয়, আমরা চাই শান্তি ফিরে আসুক,যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। যেহেতু এখানে ইসরাইল সম্পূর্ণ দোষী ইসরাইলকে শাস্তি প্রদান করে তাদেরকে নিষিদ্ধ করা হোক এবং শান্তিকামি ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক ।