পাইকগাছায় জাতীয় ইদুর নিধন অভিযান- ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত
“ইদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ” প্রতিপাদ্য’র আলোকে খুলনার পাইকগাছায় জাতীয় ইদুর নিধন অভিযান-২০২৩ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।শেখ তোফায়েল আহমেদ তুহিন এর সঞ্চালনায় অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইসচেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাচিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার এসএম মনিরুল হুদা,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহাজাহান আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অভিসার বিশ্বজিৎ দাশ, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক মইনুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ আব্দুল আলীম, ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যবসায়ী বৃন্দ।
আয়োজিত আলোচনা সভা শেষে খড়িয়ার কৃষক নিখিল মন্ডলকে পুরুষ্কৃত করা করা হয়।