সিপিবি কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার কমরেড শাহ আলমের উপর হামলার, চট্টগ্রামে প্রতিবাদ সভা।
সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কমান্ডার কমরেড শাহ আলমের উপর নেত্রকোনায় দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করতে গিয়ে সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে হামলার প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টী (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ বিকালে চট্টগ্রাম সিনেমা প্যালেস চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অধ্যাপক কমরেড অশোক সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরী, বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ কমরেড জাহাঙ্গীর আলম,অধ্যাপক কমরেড কানাই লাল দাশ,প্রধান শিক্ষক কমরেড শহীদুল ইসলাম,শ্রমিক নেতা মসিদৌল্লাহ্, নূরুচ্ছফা ভূঁইয়া প্রমূখ। বক্তারা নেত্রকোনায় পুলিশের উপস্থিতিতে এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষী সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক তদন্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।