বটিয়াঘাটা উপজেলার শৈলমারীতে শতাধিক দেব দেবির মূর্তি পরিদর্শনে ওসি মনিরুল ইসলাম
শ্রী নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা খুলনা প্রতিনিধি।
বাঙালি সনাতনিদের প্রাণের উৎসব শারদীয় দূর্গোৎসব। আগামী ২০শে অক্টোবর থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে।খুলনার বটিয়াঘাটা উপজেলার উত্তর শৈলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। উপজেলার ১ শত ১৪ পুজার ভিতর শতাদিক দেবদেবির মু্র্তী তৈরী হয়েছো।
উক্ত উৎসবকে ঘিরে চলছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্য এবং দেব-দেবির শতাধিক মূর্তি তৈরির কাজ।এখন চলছে রং তুলির কাজ।গতকাল শনিবার দুপুরে এ মৃৎশিল্পের কাজ ও মন্দির পরিদর্শন করেছেন হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।এ সময় তিনি মন্দির কমিটি ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।মতবিনিময়ের সময় তিনি আসন্ন এ উৎসব উদযাপন কালীন আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ দেন এবং কিশোর গ্যাং ও মাদক বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।কারন এ উৎসবের সময় কিশোর গ্যাংদের উৎপাত ও মাদক সেবন,ক্রয়-বিক্রয় বেড়ে যাওয়ার সম্ভনা থাকে।এ সময় আরো উপস্থিত ছিলেন,এস আই দৈপায়ন মন্ডল,।মেম্বর তরিকুল ইসলাম,মন্দির কমিটি ও স্হানীয় সুধী সমাজ।