কুষ্টিয়া খোকসায় প্রতিবছরের ন্যায় পালিত হচ্ছে ৬৪ টি পূজা মন্ডবে শারদীয় দূর্গোউৎসব
প্রতিবছরের ন্যায় এবারও খোকসাতে ৬৪টি পূজা মন্ডবে পালিত হতে যাচ্ছে শারদীয় দুর্গো উৎসব । ইতিমধ্যেই প্রতিমা তৈরির কারিগরেরা মাটির কাজ শেষ করে রং তুলির আঁচড়ে প্রতিমার অবরব ফুটিয়ে তুলেছেন।
আগামী ২০ অক্টোবর দুর্গা ষষ্ঠীর মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসব অনুষ্ঠিত হবে । এবার দেবী দুর্গার ঘোটকে আগমন এবং ঘোটকে গমন । দেবীর আসা-যাওয়া অশুভ শক্তির ইঙ্গিত করে। খোকসা উপজেলার নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এবং ওসি মোস্তফা হাবিবুল্লাহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন।
ভিউ: ৮৬