হিজলা উপজেলায় সরকারি কলেজে ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল।
বরিশালের হিজলা উপজেলায় সরকারি ডিগ্রী কলেজের ছাত্র ছাত্রলীগ নেতা মাসুদ আহমেদ এর নেতৃত্বে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে ইজরাইলি ইহুদীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন।
প্রতিবাদ মিছিল শেষ ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত প্রতিবাদী আলোচনায় ছাত্রলীগ নেতা মোঃ মাসুদ আহমেদ বলেন মুসলমান হিসেবে তোমাদের জেনে নেয়া উচিৎ কেনো ফিলিস্তিনি মুসলমানদের নিকট মসজিদুল আকসা এত্তোটা গুরুত্বপূর্ণ।
যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই দখল করে নিয়েছে, সেখানে মাত্র ১৪ একর জায়গার জন্য কেনো এত্তো অত্যাচার নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার মসজিদের দিকে ধাবিত হচ্ছে!!
এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।
এখানেই মহানবী রাসুল (সা) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।
এই মসজিদ থেকেই মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করছিলেন।
এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।
এই মসজিদের সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রা) এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা।
এই মসজিদের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।
এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন।
এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে যা কিনা কোন মানুষের পক্ষে সম্ভব নয়।
পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ পাক মসজিদুল আফসার বিষয়ে আলোচনা করছেন।
এবং মসজিদুল আকসায় ২ রাকাআত নামাজ আদায় করলে একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।
তাই আমাদের প্রতিটা মুসলমানের উচিত দলবল নির্বিশেষে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ইহুদিবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বের ইহুদিদের জানিয়ে দেয়া উচিত মুসলিম উম্মাহ আজ ঐক্যবদ্ধ হয়েছে।