বাঁশখালী উপজেলা প্রতিনিধি:আরিফুল ইসলাম
পশ্চিম বাঁশখালী’র গন্ডামারা ইউনিয়নের হাদির পাড়া ০৩ নং ওয়ার্ড় হেদায়েত আলীর বাড়ীর মাহবুবুল আলম এর তৃতীয় পুত্র, হালিশহর মাদ্রাসায়ে তৈয়্যবীয়াহ ইসলামিয়া সুন্নিয়া ফাজিল সাবেক মেধাবী শিক্ষক আলহাজ্ব মাওলানা সাইফুল্লাহ মোহাম্মদ খালেদ (৪১) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৪ অক্টোবর শনিবার সন্ধ্যা আনুমানিক ৬.৩০ মিনিটের সময় সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায় আনোয়ারা থেকে নিজের ব্যক্তিগত কাজ সেরে মিনিবাসযোগে শহরের উদ্দেশ্যে রওনা হলেই চট্টগ্রামের শাহ আমানত কর্ণফুলী তৃতীয় সেতুর উপরেই চলিত গাড়িটি পাংচার হয়ে উল্টে গিয়ে দুর্ঘটনায় শিকার হয়। প্রত্যক্ষদর্শীদের মধ্যে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই গাড়িতে তিনি সহ আরো প্রায় ৩০ জন যাত্রী ছিলেন প্রত্যেকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। নগরীর আনন্দবাজার চাঁদার পাড়া জামে মসজিদে দীর্ঘ সাত বছর খতিবের দায়িত্ব পালন করেছিলেন,তাছাড়া বদ্দারহাট ড্যামসার
পাড়া জামে মসজিদে সুদীর্ঘ ছয় বছর খতিবের দায়িত্ব পালন করেছিলেন, বর্তমানে পটিয়া পৌরসভার আব্দুস সাত্তার জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন।
একজন তরুণ ওয়াজি বক্তার মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তার শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে আসে তার নিজ এলাকা সহ নগরজুড়ে।
তাকে এক নজর দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাতে ভিড় করে শত শত জনতা। অশ্রুসিক্ত নয়নে মাওলানা সাইফুল্লাহ মো: খালেদ শেষ বিদায় জানিয়েছেন হাজার হাজার ভক্ত অনুরাগীরা।
তিনি বহুগুণে গুণান্বিত ছিলেন, একজন আদর্শবান শিক্ষক, সুবক্তা, ইমাম ও খতীব সাবলীল মার্জিত ও প্রাঞ্জল ভাষায় তাঁর সুন্দর আলোচনা দর্শক শ্রোতাদের বিমোহিত করতো। সুন্নিয়তের আদর্শ প্রচারে তাঁর দ্বীনি খিদমত ব্যস্ত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফাইড ফেসবুক আইডিতে এসব মন্তব্য করেছেন হালিশহর মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি)
অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজবী।
তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল মোহাম্মদ কাদের ও সাধারণ সম্পাদক নুরুল হক সিকদার বর্তমান সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম , সংগঠনের উপদেষ্টা গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সিকদার ও বাঁশখালী প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক মানবজমিন এর সাংবাদিক ও সিটি নিউজটিভি24.com এর সম্পাদক মোঃ মহিউদ্দিন, মাওলানা জামির উদ্দিন আল কাদেরী ও হাফেজ মাওলানা নুরুল মোস্তফা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
মরহুমের প্রথম নামাজে জানাজা ১৫ অক্টোবর সকাল ছয়টায় পটিয়া আব্দুস সাত্তার জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নে হাদির পাড়া সাইক্লোন সেন্টার ময়দানে সকাল ১১ টায় নামাজে জানাজ অনুষ্ঠিত হওয়ার পর তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে স্ত্রী তিন সন্তান সন্ততি সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে পরপারে পাড়ি জমালেন আলহাজ্ব মাওলানা মোঃ সাইফুল্লাহ খালেদ।
নির্বাহী সম্পাদক: অ্যাডভোকেট মুহাম্মদ ইকরামুল হক, সহ-সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম,
ফোন০১৭২০৫৯৩৯১৬/০১৭৫২৫৭৫২৮১/এস এফ টিভির অফিস: আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা