
বটিয়াঘাটা দলিল লিখক সমিতির সদস্যদের সারদীয়া দুর্গোৎসব ২০২৩ ভাতা প্রদান
শ্রী নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা (খুলনা) প্রতিনিধি
রবিবার ১৫ অক্টোবর বিকেল ৩ টায় বটিয়াঘাটা দলিল লিখক সমিতির কার্যয়ালয়ে আনুষ্ঠানিক ভাবে ৮২ জন দলীল লেখক সমিতিভুক্ত সদস্যদের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা,৩ জন স্টাপ কে ৫ হাজার টাকা করে মোট ৮৫ জনের মাঝে ৪ লক্ষ্য ২৫ হাজার টাকা সদস্যদের মাঝে প্রধান করা হয়।
বটিয়াঘাটা দলিল লিখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম অপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামিলীগের বটিয়াঘাটা উপজেলার সভাপতি- আশরাফুল আলম খান, অনুষ্ঠান সঞ্চালনা করেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হালিম আকুঞ্জি,সার্বিক অনুষ্ঠান ব্যাবস্থাপনায় ছিলেন দুলাল চন্দ্র মহালদার, আরও উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি ও গোন্ধামারি মহালদার বাড়ি সার্বজনীন কালী মন্দিরের সভাপতি ও গোন্ধামারী সার্বজনীন সারদীয়া দুর্গাপূজা কমমিটির সহ সভাপতি শ্রী নিত্যানন্দ মহালদার, এ এম ফেরদৌস আলম,এস এম আলীম,প্রধান অতিথী তার বক্তব্যে সকলকে সান্তিপূর্ন ভাবে, সকল সনাতন ধর্মাবলম্বীদের দূর্গোৎসব সুন্দর ভাবে পালন করার আহ্বান জানান ও সকল মমন্দিরে সিসি ক্যামেরা লাগানোর পরামর্শ দেন, আরও বলেন শেখ হাসিনার দক্ষতায় বাংলাদেশ যখন উন্নত দেশের পরিণত হচ্ছে, তখনই কিছু বিচ্ছিন্ন লোকজন শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করার জন্য অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে, কোন সন্দেহ ভাজন ব্যক্তিকে দেখলে , তৎক্ষণাৎ প্রশাসনকে কে খবর দিবেন, এছাড়া বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।