(কেএমপি) পুলিশ কমিশনার এর সাথে আলহাজ্ব মোঃ জোবায়ের হোসেন এর সৌজন্য সাক্ষাৎ।
কেএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক (বিপিএম) এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন প্রত্যাশা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ জোবায়ের হোসেন, তিনি খুলনা সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস। তিনি প্রত্যাশা ফাউন্ডেশন এর মাধ্যমে সব সময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সাহায্য করার চেষ্টা করেন, ইতিমধ্যে তিনি নিজ উদ্যোগে নিজ অর্থায়নে খালিশপুরের ঐতিহ্যবাহী সংলগ্ন ঝিলপুকুর সংস্কারের কাজ শুরু করেছেন, খালিশপুর এর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি করেছেন, সুবিধা বঞ্চিত কিশোরদের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন মাদ্রাসায় শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন।
তার এ সকল কার্যক্রমের মাধ্যমে তিনি খালিশপুরে মানবিক দৃষ্টান্তের উদাহরণ তৈরি করেছেন।
ভিউ: ১০৪