খুলনায় বিশাল গণ মিছিল ও র্যালির মধ্য দিয়ে বাংলাদেশ ও বিশ্ব মুসলিম জাতি ফিলিস্তিনের পক্ষে আছে সে কথার জানান দেওয়া হয়েছে।
বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন বিবৃতি দিয়েছে।এরই ধারাবাহিকতায় গতকাল খুলনায় বিশাল গন মিছিল ও রেলি করা হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশের মুসলিম জন গোষ্ঠী জানান দিয়েছে যে তারা যেকোনো পরিস্থিতিতেই ফিলিস্তিনিদের পাশে আছে ও এর মাধ্যমে তারা তাদের ঈমানী দায়িত্ব পালন করেছে।
ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিটি যুদ্ধেই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্থ হয়েছে ফিলিস্তিনিরা। এবার শুরুটা হামাস করলেও যথারীতি শেষটা করবে ইসরায়েলই। তাদের পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত মারাত্মক ক্ষতির মুখেই পড়বে ফিলিস্তিন। হামাস সহস্রাধিক সাধারণ ইহুদিদের হত্যা করেছে। বিপরীতে ইসরাইলি সেনারাও মেরেছে সহস্রাধিক সাধারণ মুসলিমকে। যুদ্ধ ফিলিস্তিনিদের সহায়তা করেনি। একটা স্থায়ী চুক্তিই পারে স্থায়ী সমাধান দিতে।
ভিউ: ১১২