কালিয়াকৈরে এগিয়ে চলেছে দুর্গাপূজার প্রতিমা তৈরির শেষ সময়ের ব্যস্ততা।কঠোর নিরাপত্তার ব্যাবস্থা নিয়েছে প্রশাসন।
Spread the love

কালিয়াকৈরে এগিয়ে চলেছে দুর্গাপূজার প্রতিমা তৈরির শেষ সময়ের ব্যস্ততা।কঠোর নিরাপত্তার ব্যাবস্থা নিয়েছে প্রশাসন।

 

ধিকালিয়াকৈর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে দিন রাত জেগে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। প্রতিমা তৈরীর কাজ এখন শেষ পর্যায়ে। এখন চলছে রং করা ও ডেকোরেশনের কাজ। উল্লেখ্য শাড়ি অলংকার পড়ানোর কাজও দুই এক দিনের ভিতরে সম্পন্ন হবে বলে আসা ব্যক্ত করেছেন,

শিমুলতলী(বংশাই ব্রীজের দক্ষিণ পাশে)ভক্ত সেবা সংঘের সভাপতি তাপস পাল এবং সাধারণ সম্পাদক সুমন সরকার।সরেজমিন ঘুরে দেখা গেছে কালিয়াকৈরে এবার ১৩৭টি মন্ডপে পুজা সম্পন্ন হবে ।
প্রত্যেকটি পূজা মন্ডপে প্রশাসন, কঠোর অবস্থানে থেকে পূজা সুসম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করেছেন।
গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পুলিশ প্রশাসন, র‍্যাব ও ভ্রাম্যমান বাহিনী, নিরাপত্তা নিশ্চিতের জন্য পূজা মন্ডপ গুলোতে টহলের ব্যবস্থা করেছেন।
কোন রকমের নাশকতা যেন সৃষ্টি না হয়, সেদিকে প্রশাসনের যথেষ্ট তদারকি রয়েছে এবং সি সি ক্যামেরার আওতায় রাখা হয়েছে প্রতিটি মন্ডপ।
পূজা মন্ডপ গুলোতে ঘুরে দেখা গেছে, এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়াও নতুন জামা কাপড় ক্রয় এবং পূজা অর্চনার জন্য
যত যাবতীয় সমস্ত সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।
মানুষজন যেন পূজা মণ্ডপে নির্বিঘ্নে আসা-যাওয়া করতে পারে, সেজন্য প্রশস্ত রাস্তার পাশেই মন্ডপগুলো তৈরি হয়েছে।
অন্যান্য বারের মত এবারও উৎসব মুখর পরিবেশে এবং কোন প্রকার নাশকতা ছাড়াই দুর্গাপুজা উদযাপন হবে বলে প্রশাসন থেকে জানা গেছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ, থানা প্রশাসন ও পুজা উদযাপন কমিটি সহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে, নিরপত্তার পুর্ন আশ্বাস প্রদান করেছেন।
এ প্রতিবেদকের সংগে ছিলেন ও তথ্য দিয়ে সহযোগীতা করেছেন সাংবাদিক পলাশ পাল ও সাংবাদিক জহীরুল ইসলাম বকসী।

সর্বশেষ খবর

কালিয়াকৈরে এগিয়ে চলেছে দুর্গাপূজার প্রতিমা তৈরির শেষ সময়ের ব্যস্ততা।কঠোর নিরাপত্তার ব্যাবস্থা নিয়েছে প্রশাসন।

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031