জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ধামরাইয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা
Spread the love

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ধামরাইয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ঢাকার ধামরাইয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। তিন প্রজন্মের কয়েক শত প্রাক্তন শিক্ষার্থী এ মিলন মেলায় অংশগ্রহণ করেন।শনিবার (১৪ অক্টোবর) সকাল দুপুর পর্যন্ত পৌরশহরের মুন্নু কমিউনিটি সেন্টারে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, কয়েকদিন পূর্বেও আমি ধামরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কৃতি শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় করেছি। ধামরাই হবে হানাহানি ও অপরাধ মুক্ত একটি আধুনিক এলাকা।

তিনি আরো বলেন, ধামরাই একটি শিক্ষিত জনগোষ্ঠীর এলাকা।আমরা একটি পরিকল্পনা তৈরি করবো কিভাবে ধামরাইকে শিক্ষা, চিকিৎসাসেবায় উন্নত করা যায়। এখানে একটি বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল কলেজ, মেডিকেল কলেজ করার চেষ্টা করবো আপনাদের সকলকে নিয়ে। ধামরাইয়ের উন্নয়নে একটি প্লাটফর্ম তৈরী করেন আমি সেখানে সব সময় আছি থাকবো। ২০৩৬ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করবো।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অনেক স্মৃতি বিজড়িত কথা তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ নূরুল আলম, গণবিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আবুল হোসেন, বিজ্ঞানী ড. আব্দুল্লাহ আল মামুন, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930