খুলনা জেলা যুবও ছাত্র ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
Spread the love

খুলনা জেলা যুবও ছাত্র ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

 

মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব কতৃক স্থানীয় এমপি মৃণাল কান্তি দাস কে ‘মালাউন’ বলে গালিগালাজ করায়, কুমিল্লায় সাংসদ “বাহার কতৃক শারদীয়া দূর্গাপূজাকে কটাক্ষ” করে পূজার্থী জনগনের ধর্মীয় অনুভুতিতে আঘাত, কুড়িগ্রামের চারণ কবি “রাধামাধব রায়ের উপর হামলা” ও বিভিন্ন স্থানে পূজার প্রাক্কালে “অব্যাহতভাবে মন্দিরে হামলা ও বিগ্রহ ভাঙচুরের প্রতিবাদে” এবং শারদীয়া দূর্গা “পূজার ছুটি তিন দিন করার দাবিতে” কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, খুলনা জেলা ও নগর শাখার উদ্যোগে সকাল ১০ ঘটিকায় খুলনার পিচার প্যালেস মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার রায়ের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য বিজয় কুমার ঘোষ, এসময় উপস্থিত ছিলেন জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, কেন্দ্রীয় ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি দেবাশীষ রায়।
জেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা অভিজিৎ সরকার রাহুল এর পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, জেলা ঐক্য পরিষদ নেতা প্রবীর রায়,নগর পূজা উদযাপন পরিষদ নেতা উজ্জ্বল ব্যানার্জী, নগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনিন্দ্য সাহা, নগর ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক ও কেন্দ্রীয় নেতা পাপ্পু সরকার,জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুমন বিশ্বাস,নগর ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব প্রণব চক্রবর্তী, সাংবাদিক অভিজিৎ পাল, জেলা পূজা পরিষদ নেতা লিটন কুমার রায়, অরবিন্দু মন্ডল,সাগর সরকার,বিপুল রায় চৌধুরী,মিঠুন মন্ডল, বাবু শীল, দয়াল কৃষ্ণ সানা, সৌরভ মল্লিক, চিরঞ্জিৎ মল্লিক, বিশ্বজিৎ মন্ডল, মাধুরী মন্ডল, বুলু রানী গাঙ্গুলি, লিপিকা মন্ডল, গৌতম দাস,জোত্যি প্রকাশ,দ্বীপ মিস্ত্রী, প্রসেন সাহা, প্রণব মন্ডল,মৃকাঙ্ক মন্ডল, ভবতোষ মন্ডল,দেবদাস ঠাকুর দ্বীপ, সুরেশ চন্দ্র মন্ডল, সুশান্ত মন্ডল,চন্দন কুমান দে, সুমন সাহা,অভিজিৎ দে,সুদ্বীপ পাল,সুব্র মল্লিক,বিশ্বজিৎ রায়,দিপ্র দাস, শুভ মন্ডল, সৌরভ রায় শীলাজিৎ,নিম দাস,নিলয় সাহা,গোপাল রায়, সৌরভ মজুমদার, গৌরপদ দাস শান্ত, টিটু দাস,ধ্রুব সাহা,হিরোক মন্ডল, লিটু দাস,মিঠুন ঘোষ শিপন সাহা,অমিত দাস, কাজল দাস, অরিন্দম গোলদার সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিন শেষে খুলনা প্রেস ক্লাবে এসে সমাপ্তি হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031