আজ ১৪/১০/২০২৩ রোজ শনিবার পঞ্চগড় জেলা বোদা উপজেলা বড় শশী ইউনিয়ন বদ্দেশ্বরী মন্দিরে আজ সারাদিন বিপি উদযাপন হলো মহালয় পূজা।
মোঃ হেকমত আলী মন্ডল জেলা প্রতিনিধি পঞ্চগড়
আজ ১৪/১০/২০২৩ রোজ শনিবার পঞ্চগড় জেলা বোদা উপজেলা বড় শশী ইউনিয়ন বদ্দেশ্বরী মন্দিরে আজ সারাদিন বেপি উদযাপন হলো মহালয় পূজা। সনাতন ধর্মী বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে উপস্থিত হয়েছে এই মহালয় পূজায়।
পৃথিবীর মায়া ত্যাগ করে চোলে গেছে যারা তাদের স্মরণের জন্যই আসছে দর্শনার্থীরা কারো বাবা কারো মা এবং কারো দাদা দাদির মৃত্যু কামনা ও প্রার্থনা জন্য আসছে বদেশ্বরী মন্দিরে পূজা দিতে গিয়ে
গত বছর নৌকাডুবিতে ৭২ জন সনাতন ধর্মী প্রাণ গেল এই ভয়ে ভয়াবহ এর কারণে নৌকা দিয়ে পারাপার না হয়ে দর্শনার্থীরা ৫০ কিলোমিটার দূর দিয়ে ঘুরে আসছে কেউবা ৩০ কিলোমিটার দূর দিয়ে ঘুরে আসছে
এই মহালয় পূজায়।
উপস্থিত ছিলেন জেলা পরিষদ এবং বোদাথানার পুলিশ প্রশাসপুলিশ ছুপার পঞ্চগড় গ্রাম পুলিশ অন্যান্য সরকারি কর্মকর্তা সকলেই উপস্থিত ছিলেন
ভিউ: ৭৭